ইউআইপাথ অটোমেশন এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ইউসিবি

ইউআইপাথ অটোমেশন এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২২ এ ‘এক্সিলেন্স ইন অটোমেশন বাংলাদেশ’ ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি)।
গ্রাহকদের অটোমেশন ব্যবহারের মাধ্যমে ব্যবসা কার্যক্রমে দৃশ্যমান প্রভাব এবং নিজস্ব শিল্পক্ষেত্রে অবিরত উদ্ভাবনের স্বীকৃতি হিসেবে ব্যাংকটিকে এ পুরস্কার দেয়া হয়েছে। ইউআইপাথ অটোমেশন এক্সিলেন্স অ্যাওয়ার্ডের লক্ষ্য উদ্ভাবনী অটোমেশন প্রকল্পগুলোকে স্বীকৃতি দেয়া এবং অটোমেশনের মাধ্যমে ব্যবসায়িক অঙ্গনের সমস্যা সমাধানের জন্য আরো বেশি প্রতিষ্ঠানকে অনুপ্রাণিত করা। ইউআইপাথ ইন্ডাস্ট্রির একমাত্র এন্ড-টু-এন্ড বিজনেস অটোমেশন প্লাটফর্ম। এটি মানুষের কাজ করার পদ্ধতিকে নতুন গতিশীলতা দেয়ার জন্য ডিজাইন করা হয়েছে।