রূপালী ব্যাংকের নতুন ডিএমডি দেলওয়ারা বেগম

রূপালী ব্যাংক লিমিটেডের নতুন ডিএমডি হয়েছেন দেলওয়ারা বেগম। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সম্প্রতি এক প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার কর্তৃক পদোন্নতিপ্রাপ্ত হয়ে ব্যাংকের ডিএমডি হিসেবে যোগদান করেছেন তিনি। ডিএমডি হিসেবে যোগদানের আগে দেলওয়ারা বেগম জনতা ব্যাংকে সাফল্যের সঙ্গে মহাব্যবস্থাপকের দায়িত্ব পালন করেন। দেলওয়ারা বেগম ১৯৮৮ সালে ব্যাংকারস রিক্রুটমেন্ট কমিটির (বিআরসি) মাধ্যমে সিনিয়র অফিসার হিসেবে জনতা ব্যাংকে যোগদানের মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু করেন।
দীর্ঘ ৩৪ বছরের চাকরি জীবনে তিনি ব্যাংকের রিসার্চ অ্যান্ড প্ল্যানিং, ওয়েলফেয়ার ও এইচআরসহ প্রধান কার্যালয়ের গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টের প্রধান ছাড়াও ব্যবস্থাপক হিসেবে বিভিন্ন শাখায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে সম্মানসহ প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকারস বাংলাদেশের (আইবিবি) একজন ডিপ্লোম্যাট অ্যাসোসিয়েট। দেশে ও বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে তিনি অংশ নেন।