এনসিসি ব্যাংক ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মধ্যে চুক্তি

এনসিসি ব্যাংক লিমিটেড ট্রেড অ্যান্ড সাপ্লাই চেইন ফাইন্যান্স প্রোগ্রামের (টিএসসিএফপি) আওতায় সম্প্রতি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে।
এনসিসি ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রাইভেট সেক্টর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ডিভিশনের ইনভেস্টমেন্ট স্পেশালিস্ট নেহা নরোনহা চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংকের এএমডি খন্দকার নাইমুল কবির, ডিএমডি মো. রাফাত উল্লা খান ও এম আশেক রহমান, এসইভিপি ও হেড অব অপারেশনস সৈয়দ তোফায়েল আলী, এসইভিপি ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ মিজানুর রহমান, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রাইভেট সেক্টর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ডিভিশনের সিনিয়র ইনভেস্টমেন্ট অফিসার পামেলা ঝোআন্না এন গ্যামিলা, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ডিপার্টমেন্টের এসএভিপি মোহাম্মদ সুমন রহমান প্রমুখ।