বিএসএমএমইউকে বাস উপহার পূবালী ব্যাংকের

পূবালী ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদ সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে (বিএসএমএমইউ) একটি বাস প্রদান করেছে।
ব্যাংকের এমডি ও সিইও (চলতি দায়িত্ব) মোহাম্মদ আলী বিএসএমএমইউর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের কাছে আনুষ্ঠানিকভাবে বাসের চাবি হস্তান্তর করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, ব্যাংকের ডিএমডি জাহিদ আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।