টাটা স্টিল প্রতিনিধি দলের জিপিএইচ ইস্পাত প্লান্ট পরিদর্শন

টাটা স্টিলের একটি প্রতিনিধি দল জিপিএইচ ইস্পাতের কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস প্রযুক্তিসমৃদ্ধ প্লান্ট পরিদর্শন করেছে।
টাটা স্টিলের হেড অব ইঞ্জিনিয়ারিং (স্টিল মেকিং) সন্তোষ কুমার মৌরয়া এ দলের নেতৃত্ব দেন। দলটিকে স্বাগত জানান জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল।