নতুন উদ্যোক্তাদের মাঝে ব্যাংক ইউসিবির ঋণ বিতরণ

চলমান উদ্যোক্তা উন্নয়ন উদ্যোগের অংশ হিসেবে নতুন উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি)।
ঢাকায় বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে (বিবিটিএ) আয়োজিত উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি ও উন্মুক্ত ঋণ বিতরণ অনুষ্ঠানে এ ঋণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। বিশেষ অতিথি ছিলেন এসডিসিএমইউ, এসইআইপির প্রকল্পের নির্বাহী পরিচালক মো. এখলাছুর রহমান। সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের। অন্যান্যের মধ্যে ইউসিবির এমডি ও সিইও আরিফ কাদরী, ডিএমডি মো. শাহ্ আলম ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।