শিরোনাম

South east bank ad

১০১ দিনের বিশেষ কর্মপরিকল্পনা বরিশাল সার্কেলের মতবিনিময়

 প্রকাশ: ২১ অক্টোবর ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

১০১ দিনের বিশেষ কর্মপরিকল্পনা বরিশাল সার্কেলের মতবিনিময়

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

অগ্রণী ব্যাংক লিমিটেড বরিশাল সার্কেলাধীন সকল নির্বাহী, কর্পোরেট শাখা প্রধান, অঞ্চল প্রধান এবং সকল শাখা ব্যবস্থাপকদের নিয়ে আয়োজিত “উজ্জীবিত অগ্রযাত্রা-২০২২ঃ ১০১ দিনের বিশেষ কর্মপরিকল্পনা-২০২২” এর সফল বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত “মতবিনিময় সভা” এবং বরিশাল সার্কেলাধীন শীর্ষ খেলাপী ঋণ গ্রহীতাদের নিয়ে আয়োজিত “Meet the Borrower” অনুষ্ঠান ২১-১০-২০২২ তারিখ বরিশাল ক্লাবের গোলাম মাওলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। 

শুক্রবার সকাল ৯ ঘটিকায় অগ্রণী ব্যাংক লিমিটেড,বরিশাল সার্কেলের মহাব্যবস্থাপক জনাব মোঃ গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোঃ মুরশেদুল কবীর। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান গাজী ও উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম।অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রী ঘোষিত CMSME প্রণোদনা প্যাকেজ সফলভাবে বাস্তবায়নের জন্য সকলকে নির্দেশনা প্রদান করেন। 

এছাড়াও তিনি ব্যবসায়িক সকল সূচক, যেমনঃ আমানত, ঋণ ও অগ্রীম, মুনাফা, বৈদেশিক রেমিট্যান্স ও সুদ বহির্ভূত আয় বৃদ্ধি ছাড়াও শ্রেণীকৃত ঋণ ও নিরীক্ষা আপত্তি হ্রাস করার মাধ্যমে বরিশাল সার্কেলকে গৌরবোজ্জ্বল ইতিহাস সৃষ্টি করার জন্য সংশ্লিষ্ট সকলকে পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানে বিভিন্ন শাখার গ্রাহক ছাড়াও বরিশাল সার্কেলাধীন সকল নির্বাহী ও ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: