অগ্রণী ব্যাংকে শেখ রাসেল দিবস উদযাপিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উদযাপন করেছে অগ্রণী ব্যাংক।
ব্যাংকের প্রধান কার্যালয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে ব্যাংকের এমডি ও সিইও মো. মুরশেদুল কবীর এবং ঊর্ধ্বতন নির্বাহীরা পুষ্পস্তবক অর্পণ করেন। পরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ব্যাংকের পরিচালক কাশেম হুমায়ুন। বিশেষ অতিথি ছিলেন পরিচালক কেএমএন মঞ্জুরুল হক লাবলু ও তানজিনা ইসমাইল।