মাছচাষীদের জন্য মতবিনিময় সভা ব্যাংক এশিয়ার

ব্যাংক এশিয়া সম্প্রতি দেশের দক্ষিণাঞ্চলের ক্ষুদ্র মত্স্যচাষী এবং মাছ চাষে সহায়ক পণ্য ব্যবসায়ীদের ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান শীর্ষক প্রকল্পের ওপর একটি মতবিনিময় সভার আয়োজন করে।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও কৃষিঋণ বিভাগের প্রধান আবুল কালাম আজাদ সভায় প্রধান অতিথি ছিলেন। ব্যাংক এশিয়ার এএমডি শাফিউজ্জামান, ইউএসএআইডি ও ফিড দ্য ফিউচার বাংলাদেশ অ্যাকুয়াকালচার অ্যান্ড নিউট্রিশন অ্যাক্টিভিটির (বিএএ) চিফ অব পার্টি ড. মঞ্জুরুল করিম এবং সরকারের মত্স্য বিভাগের পরিচালক (ইনল্যান্ড) শামীম আরা বেগম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি