ইউসিবির সঙ্গে ক্যাডেট কলেজ ক্লাবের চুক্তি

ক্রেডিট কার্ড বিষয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেড। রোববার (২ অক্টোবর) পূর্বাচলে ক্যাডেট কলেজ ক্লাব প্রাঙ্গণে এই চুক্তি সই হয়।
চুক্তিতে সই করেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরি এবং ক্যাডেট কলেজ ক্লাবের প্রেসিডেন্ট শাহাদাত মোশাররফ খান (মুকুল)।চুক্তির আওতায় ক্যাডেট কলেজ ক্লাবের সদস্যরা ইউসিবি ক্রেডিট কার্ড আবেদনের সময় বিশেষ সুবিধা ভোগ করতে পারবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউসিবির ইভিপি এবং হেড অব ব্র্যান্ড মার্কেটিং ও করপোরেট অ্যাফেয়ার্স প্রধান আবুল কালাম আজাদ।