শিরোনাম

South east bank ad

বেসিক ব্যাংকের ’পটুয়াখালী উপ-শাখা’ এর উদ্বোধন

 প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

বেসিক ব্যাংকের ’পটুয়াখালী উপ-শাখা’ এর উদ্বোধন

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেড এর সেবার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে দক্ষিনাঞ্চলের ঐতিহ্যবাহী জেলা পটুয়াখালীর থানা পাড়া রোডের মমতাজ সুপার মার্কেটে ’পটুয়াখালী উপ-শাখা’ এর শুভ উদ্বোধন করা হয়। বুধবার, ০৭ সেপ্টে¤॥^র ২০২২ বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ আমিন উল আহসান প্রধান অতিথি হিসেবে উপ-শাখাটি শুভ উদ্বোধন করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোঃ আনিসুর রহমান এর সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম, পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, বেসিক ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালক মোঃ রাজীব পারভেজ ও ড. মো. আবদুল খালেক খান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আঃ রহিম, কোম্পানী সচিব মোঃ হাসান ইমাম, সাধারণ সেবা বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ ইউসুফ, বরিশাল শাখার ব্যবস্থাপক মোঃ রায়হান আলী, উপ-শাখাটির নিয়ন্ত্রণকারী মহিপুর শাখার ব্যবস্থাপক মোঃ মাহফুজুর রহমান, উপ-শাখার ব্যবস্থাপক মোঃ আসাদুজ্জামানসহ স্থানীয় ব্যবসায়ি, গণ্যমান্যব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়িরা উপস্থিত ছিলেন। অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণকে যেকোনো ধরণের ব্যাংকিং সেবার জন্য এই উপ-শাখায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: