আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে ব্যাংকের নির্বাহীদের মতবিনিময়

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একে এম নাজমুলহাসান , এনডিসি, পিএসসির সাথে ২৫ আগস্ট প্রধান কার্যালয়ে ব্যাংকের নির্বাহীদের একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মোসাদ্দেক-উল-আলম সভাপতিত্ব করেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাহী, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপকদ্বয়সহ উর্ধ্বতন নির্বাহীবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। কাংখিত লক্ষ্যমাত্রা অর্জনে ব্যাংকটিকেকিভাবে আরও গতিশীল ও গ্রাহকবান্ধব করা যায়, সে বিষয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কর্তৃক বাস্তব ভিত্তিক পরিকল্পনা উপস্থাপন করা হয়।
ব্যাংকটিকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য ব্যাংকের চেয়ারম্যান কর্তৃক সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেয়া হয় এবং ব্যাংকের স্বার্থে সবাইকে একসাথে কাজ করার পরামর্শ দেয়া হয়।