জাতীয় শোক দিবসে বেসিক ব্যাংকের দোয়া মাহফিল ও আলোচনা

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বেসিক ব্যাংক লিমিটেডের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ব্যাংকের গৃহীত শোকদিবসের মাসব্যাপি কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার, ১৬ আগস্ট ২০২২, ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোঃ আনিসুর রহমান এর সভাপতিত্বে বাদ আছর এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাশেম, পরিচালক মোঃ রাজীব পারভেজ, ড. নাহিদ হোসেন, ড. মোঃ আবদুল খালেক খান এবং শামীম আহম্মেদ দোয়া মাহফিল ও আলোচনা সভায় ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর বর্নাঢ্য কর্মময় জীবন এবং রাজনৈতিক দর্শনের উপর স্মৃতিচারণ করে ১৫ আগস্টে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। ফাতেহা ও দুরুদ শরীফ পাঠ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টে সকল শহীদের আত্নার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আঃ রহিম ও আবু মোঃ মোফাজ্জেল, মহাব্যবস্থাপকবৃন্দ, উপ-মহাব্যবস্থাপকবৃন্দ ও ডিভিশন প্রধানসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ স্বাস্থ্যবিধি মেনে দোয়া মাহফিলে অংশগ্রহন করেন।