বিএসইসির চেয়ারম্যানকে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের অভিনন্দন

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনস্ (আইওএসসিও) এর এশিয়া প্যাসিফিক রিজিওনাল কমিটির (এপিআরসি) সহ সভাপতি নির্বাচিত হওয়ায় স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
সম্প্রতি স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ বিএসইসি কার্যালয়ে শিবলীকে ফুলেল শুভেচ্ছা জানান।
শিবলী ২০২২-২৪ মেয়াদে আইওএসসিও-এর সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।