বঙ্গমাতা ও শেখ কামাল'র জন্মবার্ষিকী উপলক্ষে অগ্রণী ব্যাংকের মিলাদ ও দোয়া

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এর জন্মবার্ষিকী উপলক্ষে অগ্রণী ব্যাংক কর্তৃক এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
৮ আগষ্ট বাদ আছর অগ্রণী ব্যাংক কেন্দ্রীয় নামাজ ঘরে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেড এর এমডি এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম, উপ- ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান গাজী, মোঃ আনোয়ারুল ইসলাম এবং মোঃ মনিরুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক ড. আব্দুল্লাহ আল মামুন, হোসাইন ইমান আকন্দ, এনামুল মাওলা সহ উর্ধ্বতন নির্বাহী এবং কর্মকর্তাগণ।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে অগ্রণী ব্যাংক এমডি এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ও বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর বিভিন্ন গুণাবলীর কথা তুলে ধরে শ্রদ্ধা জ্ঞাপন করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
তিনি সহ উপস্থিত সকলে বঙ্গবন্ধু সহ ১৫ আগষ্ট নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন। তারা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা কামনা করেও দোয়া করেন।