শিরোনাম

South east bank ad

আইএফআইসি গণমানুষের ব্যাংকিং সেবাগুচ্ছের শুভ উদ্বোধন

 প্রকাশ: ২৮ জুন ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

আইএফআইসি গণমানুষের ব্যাংকিং সেবাগুচ্ছের শুভ উদ্বোধন

দেশজুড়ে অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যপূরণে বাংলাদেশের অন্যতম বৃহত্তম ব্যাংকিং প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংক
লিমিটেড চালু করল গণমানুষবান্ধব একগুচ্ছ ব্যাংকিং সেবা।

রাজধানীর দিলকুশায় হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনালে ‘আইএফআইসি গণমানুষের ব্যাংকিং সেবাগুচ্ছ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক-এর গভর্নর ফজলে কবির এবং সভাপতিত্ব করেন আইএফআইসি
ব্যাংক লিমিটেড-এর চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, এমপি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন
আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব শাহ এ সারওয়ার।
আইএফআইসি গণমানুষের ব্যাংকিং সেবাগুচ্ছে রয়েছে আইএফআইসি সহজ একাউন্ট’, ‘আইএফআইসি সহজ ঋণ’,
‘আইএফআইসি আমার সুবর্ণগ্রাম’, ‘আইএফআইসি আমার একাউন্ট’, ‘আইএফআইসি আমার বাড়ি’, ‘আইএফআইসি ওয়ান স্টপ সার্ভিস’,
‘আইএফআইসি আমার প্রতিবেশী’, ‘সরাসরি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সাথে লেনদেন’, ‘২৪ ঘণ্টা গ্রাহক সেবা কেন্দ্র’ এবং
‘আইএফআইসি ডেবিট কার্ড দিয়ে যেকোনো ব্যাংকের যেকোনো এটিএম বুথ থেকে বিনা মূল্যে টাকা উত্তোলন সুবিধা’।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর ফজলে কবির বলেন, গণমানুষের প্রয়োজনে আইএফআইসি ব্যাংক যে সেবাসমূহ নিয়ে এসেছে এর নামগুলো যেমন সুন্দর ঠিক তেমনি সুন্দর এসব সেবাসমূহের বৈশিষ্ট্য, যা সত্যিই অভিনব ও উপযোগী। এতে
কোনো সন্দেহ নেই যে মাত্র ১০ টাকায় একাউন্ট খোলার সুবিধা গণমানুষকে নিয়ে আসবে ব্যাংকিং সেবার আওতায়। সেই সাথে অভিন্ন সেবার পরিধি নিয়ে উপশাখার
মতো অভিনব ও অনন্য ব্যাংকিং সেবার মাধ্যমে আইএফআইসি যেভাবে সারা দেশে জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে, তা ব্যাংকিং খাতে গণমানুষের সম্পৃক্ততা নিঃসন্দেহে আরো বাড়িয়ে তুলবে। আমরা এক সময় ওয়ান স্টপ ব্যাংকিং সার্ভিস
বাস্তবায়নের চেষ্টা করেছিলাম, কোনো কারণে তা সম্ভব না হলেও আইএফআইসি তা চালু করেছে, যা প্রশংসার দাবিদার। আইএফআইসি-র সহজ ঋণের ফলে সৃষ্টি হবে অনেক কর্মসংস্থান, এগিয়ে যাবে গ্রামীণ অর্থনীতি, যা জাতীয় অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখবে এবং আমাদের একটি টেকসই অর্থনীতি গড়ে তুলতে
সাহায্য করবে। সভাপতির বক্তব্যে সালমান এফ রহমান বলেন, আজ আমরা উপশাখার মাধ্যমে যেভাবে দেশজুড়ে গণমানুষের কাছে যেতে পারছি, তাদের সম্পৃক্ত করতে পারছি; এর জন্য বাংলাদেশ ব্যাংক এবং বিশেষ করে জনাব ফজলে কবিরকে ধন্যবাদ জানাতে চাই। তাঁর সহযোগিতায় আমরা উপশাখার অনুমোদন পেয়েছি। বাংলাদেশের ব্যাংকিং খাতে বিপুল এক ইতিবাচক পরিবর্তন সম্ভব যদি আমরা ব্যাংকিং সুবিধা বঞ্চিত মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনতে পারি। সেই লক্ষ্যেই আইএফআইসি-র এই গণমানুষের ব্যাংকিং সেবাগুচ্ছের যাত্রা শুরু হলো।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: