কমিউনিটি ব্যাংকের ‘চতুর্থ শিল্প বিপ্লবের জন্য চ্যালেঞ্জ ও প্রস্তুতি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন

কমিউনিটি ব্যাংক ট্রেনিং একাডেমি গত ০৪ জুন, ২০২২ তারিখে ‘চতুর্থ শিল্প বিপ্লবের জন্য চ্যালেঞ্জ ও প্রস্তুতি’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। কমিউনিটি ব্যাংকের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও জনাব মসিউল হক চৌধুরী সেশন চেয়ার হিসেবে কর্মশালার উদ্বোধন করেন।
প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ইনফরমেশন সিস্টেম ডেভেলপমেন্ট অ্যান্ড সাপোর্ট বিভাগের পরিচালক ও সিস্টেম ম্যানেজার জনাব মোহাম্মদ ইসহাক মিয়া।, তিনি চতুর্থ শিল্প বিপ্লব-এর উপর বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ এবং শিল্প বিপ্লবের ইতিহাস এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজনীয় কৌশল নিয়ে আলোচনা করেন।
জনাব গোলাম মোহাম্মদ ভূঁইয়া, জাতীয় পরামর্শক ও উপসচিব, a2i প্রকল্প, এস.এম. তোফায়েল আহমেদ, সিস্টেম বিশ্লেষক এবং যুগ্ম পরিচালক, ইনফরমেশন সিস্টেমস ডেভেলপমেন্ট অ্যান্ড সাপোর্ট ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে সেশন পরিচালনা করেন।
উদ্বোধনী বক্তব্যে, মসিউল হক চৌধুরী অল্টারনেট ডেলিভারি চ্যানেলসমূহের মাধ্যমে গ্রাহকসেবা প্রদান করা ও একটি অনন্য ডিজিটাল ব্যাংকিং অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে ব্যাংকের ডিজিটাল-ফার্স্ট কৌশলের সফল বাস্তবায়নের জন্য গৃহীত উদ্যোগসমূহের উপর গুরুত্বারোপ করেন। তিনি ব্যাংকিং শিল্পে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জগুলিকে খাপ খাইয়ে নেওয়ার জন্য প্রযুক্তিগত অগ্রগতির উপরও গুরত্ব আরোপ করার আহ্বান জানান।
কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জনাব এস এম মইনুল কবির, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার, কমিউনিটি ব্যাংক, জনাব মোহাম্মদ আবদুল কাইয়ুম খান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চীফ ইনফেরমেশন অফিসার, কমিউনিটি ব্যাংক। ট্রেনিং হলে উপস্থিত প্রশিক্ষনার্থীদের সাথে কর্মশালায় ব্যাংকের আরো ৪০ জন কর্মকর্তা অনলাইনে যুক্ত হয়ে প্রশিক্ষন সম্পন্ন করেন।