শিরোনাম

South east bank ad

সিটি ব্যাংকের সাত শত কোটি টাকা মূল্যের নন-কনভার্টেবল আনসিকিউরড ফ্লোটিং রেট টিয়ার-২ বন্ডের সাবস্ক্রিপশন সম্পন্ন

 প্রকাশ: ০৫ জুন ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

সিটি ব্যাংকের সাত শত কোটি টাকা মূল্যের নন-কনভার্টেবল আনসিকিউরড ফ্লোটিং রেট টিয়ার-২ বন্ডের সাবস্ক্রিপশন সম্পন্ন

ঢাকা, ০৫ জুন, ২০২২: সিটি ব্যাংক সম্প্রতি সফলতার সঙ্গে ব্যাংকটির চতুর্থ
সাবঅর্ডিনেটেড বন্ডের সাবস্ক্রিপশন সম্পন্ন করেছে যার মূল্যমান সাতশ
কোটি টাকা। সিটি ব্যাংক ক্যাপিট্যাল রিসোর্সেস লিমিটেড এবং
আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড যথাক্রমে এই বন্ডের লিড অ্যারেঞ্জার এবং
ট্রাস্টি হিসেবে কাজ করেছে।
ইস্যুটি বাংলাদেশ ব্যাংকের “ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্ততার নির্দেশিকা”
অনুসরণ করে ব্যাংকের টায়ার-২ মূলধন বাড়িয়েছে, তাই ইস্যুকারী সিটি
ব্যাংকের ‘ক্যাপিট্যাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট রেশিও’ (সিআরএআর) বৃদ্ধি
পেয়েছে।
অগ্রণী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, সোনালী ব্যাংক
লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি
লিমিটেড এবং সীমান্ত ব্যাংক লিমিটেড এই বন্ডের সাবস্ক্রাইবার।
সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা
(সিইও) মাসরুর আরেফিন এই প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত সকলের প্রতি আন্তরিক
কৃতজ্ঞতা প্রকাশ করেন।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: