শিরোনাম

South east bank ad

স্ট্যান্ডার্ড ব্যাংক ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

 প্রকাশ: ৩১ মে ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

স্ট্যান্ডার্ড ব্যাংক ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

স্ট্যান্ডার্ড ব্যাংক-এর কর্মকর্তা ও কর্মীদের জন্য গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স প্রদানের লক্ষ্যে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

এ উপলক্ষে ২৯ মে ২০২২ তারিখে ব্যাংকের গুলশান অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড-এর পক্ষে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম. জালালুল আজিম তাদের প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

উক্ত অনুষ্ঠানে ব্যাংকের মানব সম্পদ বিভাগের প্রধান আলকনা কে. চৌধুরী, ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি মোঃ আলী রেজা এফসিএমএ, সিআইপিএ এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর ইনভেষ্টমেন্ট বিভাগের প্রধান মোঃ আব্দুল্লাহ সাদি সহ উভয় সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ চুক্তির আওতায় স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড-এ কর্মরত সকল কর্মকর্তা ও কর্মীদের স্বাভাবিক অথবা দূর্ঘটনাজনিত মৃত্যু অথবা অক্ষমতা বীমার আওতায় থাকবে। এছাড়াও তাদের চিকিৎসার প্রয়োজনে ডাক্তারের ভিজিট, অস্ত্রোপচার ও হাসপাতাল খরচও বীমার আওতায় আসবে।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: