ত্রিশালে ইসলামী ব্যাংকে ‘সার্বজনীন কল্যাণে মাহে রমযান’ শীর্ষক আলোচনা

ত্রিশাল প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালে সোমবার বিকাল ৩টায় ইসলামী ব্যাংকের আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক্রিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ময়মনসিংহের জোন প্রধান বসির আহমেদ।
‘সার্বজনীন কল্যাণে মাহে রমযান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি জালাল উদ্দিন ফারুকী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসপিও ব্যাংক ও ম্যানেজার অপারেশন্স মোঃ জিয়া উদ্দিন।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ত্রিশাল শাখার ব্যবস্থাপক মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশনেন, ময়মনসিংহ জোনের এসপিও এন্ড আরডিএস জোন প্রধান এটিএম সারওয়ার হোসেন, ব্যবসায়ী হাজী হেলাল উদ্দিন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামী ব্যাংক ত্রিশাল শাখার অফিসার মোঃ জহিরুল ইসলাম।