সেরা কর্মকর্তাদের পুরস্কৃত করল সাউথ বাংলা ব্যাংক

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক তার সেরা কর্মকর্তাদের পুরস্কৃত করেছে। সম্প্রতি রাজধানীর ফারর্স হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে কর্মকর্তাদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ তুলে দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ উদ্দীন আহমেদ।
এসময়ে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সেলিম চৌধুরী ও মো. আলতাফ হোসেন ভুঁইয়া, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান ও শীর্ষ নির্বাহী এবং শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন।