নজরুল ইসলাম সোনালী ব্যাংকের নতুন জেনারেল ম্যানেজার

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
মোঃ নজরুল ইসলাম জেনারেল ম্যানেজার হিসেবে স¤প্রতি পদোন্নতি পেয়ে রমনা কর্পোরেট শাখায় শাখাপ্রধান হিসেবে যোগদান করেছেন।
পদোন্নতির পূর্বে তিনি একই শাখায় জেনারেল ম্যানেজার (ইনচার্জ) হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৯২ সনে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে হিসাববিজ্ঞানে এম.কম, ডিগ্রি এবং একই বিভাগ হতে ১৯৯১ সনে তিনি বি.কম (অনার্স) ডিগ্রী লাভ করেন। এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয়ে এমবিএডিগ্রী অর্জন করেন।
১৯৯৫ সনে তিনি সিনিয়র অফিসার (ফিন্যান্সিয়াল এ্যানালিস্ট) পদে সোনালী ব্যাংকে যোগদান করেন। তিনি ইনষ্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি) এর একজন ডিপ্লোমেড এসোসিয়েট।
সুদীর্ঘ কর্মজীবনে তিনি একজন সুদক্ষ, সৎ ও নিষ্ঠাবান ব্যাংকার হিসাবে দায়িত¦ পালন করেছেন।
মোঃ নজরুল ইসলাম স্থানীয় কার্যালয়, বঙ্গবন্ধু এ্যভিনিউ কর্পোরেট শাখা ও দিলকুশা কর্পোরেট শাখায় শিল্প ঋণ বিভাগ, ফরেন এক্সচেঞ্জ, সাধারণ ব্যাংকিং বিভাগ, সাধারণ ঋণ বিভাগ এবং শাখা প্রধান হিসেবে রমনা কর্পোরেট শাখা, ফরেন এক্সচেঞ্জ কর্পোরেট শাখায় দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
ব্যাংকিং বিষয়ে রিস্ক ম্যানেজমেন্ট, লেন্ডিং রিস্ক এ্যানালাইসিস এবং ফরেন এক্সচেঞ্জ এন্ড ফরেন ট্রেডসহ বিভিন্ন প্রশিক্ষণ এবং সেমিনারে অংশগ্রহণ করেছেন।
ঢাকা জেলার খিলগাঁও-এ এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬৬ সালে তিনি জন্মগ্রহণ করেন। ব্যক্তিজীবনে মোঃ নজরুল ইসলাম এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।