শিরোনাম

South east bank ad

স্থগিত হওয়া ৫ ব্যাংকের এমসিকিউ পরীক্ষার সূচি প্রকাশ

 প্রকাশ: ১৪ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

স্থগিত হওয়া ৫ ব্যাংকের এমসিকিউ পরীক্ষার সূচি প্রকাশ

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

স্থগিত হওয়া সমন্বিত ৫ ব্যাংকের এমসিকিউ পরীক্ষার সূচি প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়। বিজ্ঞপ্তি অনুসারে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৫ মার্চ, ২০২২ তারিখে।

ব্যাংকার্স সিলেকশন কমিটির বিজ্ঞপ্তি অনুসারে ১ ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা ওদিন সকাল ১০টায় শুরু হবে। রাজধানী ঢাকার ৫৭ টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এতে আরও বলা হয়েছে, প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। সামাজিক দূরত্ব মেনে সারিবদ্ধভাবে কেন্দ্রে প্রবেশ করতে হবে।

এছাড়াও প্রবেশপত্র ব্যতীত অন্যকোনো কাগজপত্র, বই, মানিব্যাগ, মোবাইল, ক্যালকুলেটর, ইলেক্ট্রনিক কার্ড বা স্মার্টওয়াচ নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করা যাবে না।

উল্লেখ্য, ২০১৯ সাল ভিত্তিক সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, অগ্রণী ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের ‌‌‘অফিসার (ক্যাশ) এর ১৪৩৯ শূন্য পদের এমসিকিউ পরীক্ষা হওয়ার কথা ছিল গত ৪ ফেব্রুয়ারি। তবে অনিবার্য কারণে নিয়োগ পরীক্ষাটি স্থগিত করা হয়।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: