South east bank ad

অগ্রণী ব্যাংক এর ‘ শাখা ব্যবস্থাপনায় নেতৃত্বের মান্নোয়ন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

 প্রকাশ: ১৩ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

অগ্রণী ব্যাংক এর ‘ শাখা ব্যবস্থাপনায় নেতৃত্বের মান্নোয়ন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত ‘শাখা ব্যবস্থাপনায় নেতৃত্বের মান্নোয়ন’ শীর্ষক ১০ দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করা হয় আজ রোববার (১৩ মার্চ) ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন অগ্রণী ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান ড. জায়েদ বখত্। বক্তব্য রাখেন ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন এর মহা ব্যবস্থাপক মোঃ দিদারুল ইসলাম।

প্রশিক্ষণ কর্মশালাটি এবিটিআইর পরিচালক এবং উপ-মহাব্যবস্থাপক সুপ্রভা সাইদের সমন্বয়ে সঞ্চালনা করেন সহকারী মহা ব্যবস্থাপক সাহেদ আরা।

ভার্চুয়ালী অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথির বক্তৃতায় অগ্রণী ব্যাংক এর চেয়ারম্যান বলেন-‘ দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংক এর শাখা ব্যবস্থাপনার গুরুত্ব অপরিসীম। আপনারা নেতৃত্বেও গুণাবলী অর্জন করে ব্যাংককে এগিয়ে নিয়ে যাবেন। পাশাপাশি নিজের উন্নয়নকেও ত্বরানিত্ব করবেন।’

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: