South east bank ad

২০২০ সাল পর্যন্ত কর ছাড় চায় গ্রামীণ ব্যাংক

 প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০১৫, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

২০২০ সাল পর্যন্ত কর ছাড় চায় গ্রামীণ ব্যাংক
গ্রামীণ ব্যাংকের ধারাবাহিক কর অব্যাহতির আবেদন জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) প্রায় ছয় মাস ধরে পড়ে আছে। গ্রামীণ ব্যাংক ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত পাঁচ বছরের জন্য আয়কর, সুপার ট্যাক্স, ব্যবসায় মুনাফা করসহ শর্তহীনভাবে সব ধরনের কর অব্যাহতি চেয়েছে। এ বিষয়ে এনবিআর এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি। গত ১৬ এপ্রিল ধারাবাহিক কর অব্যাহতি চেয়ে এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের কাছে আবেদন করেন গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খন্দকার মোজাম্মেল হক। কিন্তু গত ছয় মাসে এনবিআর কোনো সিদ্ধান্ত না দেওয়ায় সম্প্রতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে চিঠি লিখে আবেদনটি পুনরায় বিবেচনার আবেদন জানান গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান।

উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকেই গ্রামীণ ব্যাংক সব ধরনের কর অব্যাহতি সুবিধা পেয়ে আসছে। বছর শেষে এনবিআরে শুধু আয়-ব্যয় বিবরণী জমা দেয় প্রতিষ্ঠানটি। আগামী ৩১ ডিসেম্বর বর্তমান কর অব্যাহতির মেয়াদ শেষ হচ্ছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান খন্দকার মোজাম্মেল হক সম্প্রতি  বলেন, ‘এ বিষয়ে নতুন সিদ্ধান্তের খবর জানি না।’ এর বেশি তিনি কিছু বলতে অপারগতা প্রকাশ করেন। তবে তিনি বলেন, ‘আমি গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছি। তাই গ্রামীণ ব্যাংক নিয়ে কিছু বলব না।’

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: