শিরোনাম

South east bank ad

রোমো রউফ চৌধুরী ব্যাংক এশিয়ার ভাইস চেয়ারম্যান পুননির্বাচিত

 প্রকাশ: ০৫ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

রোমো রউফ চৌধুরী ব্যাংক এশিয়ার ভাইস চেয়ারম্যান পুননির্বাচিত

সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদের ৪৫৩তম সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান পদে পুননির্বাচিত হয়েছেন রোমো রউফ চৌধুরী।

রোমো রউফ চৌধুরী ব্যাংকের একজন স্পন্সর শেয়ারহোল্ডার ও স্পন্সর পরিচালক। তিনি র‍্যাংগস্ গ্রুপ ও সী ফিশার্স গ্রুপের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের পরিচালক। রউফ চৌধুরী যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয় হতে প্রকৌশলে স্নাতক ডিগ্রীধারী। তিনি এদেশের একজন সফল তরুণ উদ্যোক্তা। উদ্যোক্তা হিসেবে তিনি ২৮ বছরেরও অধিক অভিজ্ঞতা সম্পন্ন।

বর্তমানে তিনি র‍্যানকন ইনফাস্ট্রাকচার্স এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন র‍্যাংকস্ এফসি প্রপার্টিজ লিমিটেড, র‍্যানকন মোটরবাইকস্ লিমিটেড এবং র‍্যাংগস পেট্রোলিয়াম লিমিটেডে।

এছাড়াও তিনি র‍্যানকন মোটরস্ লিমিটেড, র‍্যাংগস্ লিমিটেড, র‍্যাংগস্ প্রপার্টিজ লিমিটেড, র‍্যানকন অটোমোবাইলস লিমিটেড, র‍্যাংকস টেলিকম লিমিটেড, র‍্যানকন ইলেকট্রনিক্স লিমিটেড এবং আরও ১৩টি প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: