গোলাম আউলিয়াকে এর বিদায়ী সংবর্ধনা জানালো দি প্রিমিয়ার ব্যাংক

এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট ব্যাংকার গোলাম আউলিয়া । আগামীকাল থেকে তিনি যোগদান করবেন এনআরবিসি ব্যাংকে।
আজ দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড এর সহকর্মীরা অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম আউলিয়াকে বিদায়ী সংবর্ধনা জানান । আউলিয়া ১৯৮৩ সালে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে শিক্ষানবিশ অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। প্রিমিয়ার ব্যাংকে যোগদানের পূর্বে তিনি ইউসিবি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনে গোলাম আউলিয়া জেনারেল ব্যাংকিং, ফরেন এক্সচেঞ্জ, ক্রেডিট, লিগ্যাল অ্যান্ড রিকভারি সেক্টরে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেন। সেই সাথে সঠিক দিকনির্দেশনার সাথে ইউসিবির বিভিন্ন শাখার প্রধান হিসেবে কাজ করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন। আউলিয়া দেশে এবং বিদেশে বিভিন্ন সেমিনার এবং কর্মশালায় অংশ গ্রহণ করেন।