লকডাউনে সীমিত পরিসরে ব্যাংকিং সেবা : পূবালী ব্যাংক কর্মকর্তা/ কর্মচারীদের যাতায়াত ভাতা প্রদান করলো

মহামারী করােনা ভাইরাসের প্রাদুর্ভাবকালীন চলমান লকডাউনে ব্যাংকে স্বশরীরে উপস্থিত কর্মকর্তা/ কর্মচারীদের যাতায়াত ভাতা প্রদান করলো পূবালী ব্যাংক লিমিটেড। ২৮ এপ্রিল, ২০২১ অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ১২৮৩তম সভার সদয় সিদ্ধান্তক্রমে দেশে করােনাভাইরাসের প্রাদুর্ভাবকালীন চলমান লকডাউনে সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চলমান রাখার নিমিত্তে স্বশরীরে ব্যাংকে উপস্থিত কর্মকর্তা/ কর্মচারীগণের অনুকূলে যাতায়াত ভাতা প্রদানের বিষয়টি অনুমােদন করা হয়েছে।
আজ সোমবার (০৩ মে, ২০২১) পূবালী ব্যাংক লিমিটেড এর হিউমেন রিসোর্সেস ডিভিশন থেকে জারি করা একটি সার্কুলারে এই ঘোষণা দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, ১৪ এপ্রিল, ২০২১ থেকে শুরু হওয়া চলমান লকডাউনে ব্যাংকিং কর্মদিবসে সংশ্লিষ্ট কর্মস্থলে উপস্থিত কর্মকর্তা/ কর্মচারীগণকে নিম্নোক্ত হার ও শর্ত বিবেচনায় যাতায়াত ভাতা পরিশােধ করতে হবেঃ
✓ যেসব কর্মস্থল সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত সে সকল শাখা/ অফিসের কর্মকর্তা কর্মচারীগণ দৈনিক ৫০০ টাকা হারে ভাতা পাবেন।
✓ যেসব কর্মস্থল জেলা শহরে অবস্থিত (কিন্তু সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত নয়) সে সকল শাখা/ অফিসের কর্মকর্তা/ কর্মচারীগণ দৈনিক ৪০০ টাকা হারে ভাতা পাবেন।
✓ যেসব কর্মস্থল উপজেলা ও অন্যান্য এলাকায় অবস্থিত সে সকল শাখা/ অফিসের কর্মকর্তা/ কর্মচারীগণ দৈনিক ৩০০ টাকা হারে ভাতা পাবেন।
✓ যে সকল কর্মকর্তা/ কর্মচারী ব্যাংকের পরিবহন সুবিধা (কার ও লিফটিং) ভােগ করছেন এবং যে সকল কর্মকর্তা/ কর্মচারী ব্যাংক প্রদত্ত কার ও মােটরসাইকেল ঋণ সুবিধা ভােগ করছেন তারা এই ভাতা পাবেন না।
✓ দৈনিক মজুরী ভিত্তিক (পার্ট টাইম হেলপার) কর্মচারীগণ এই ভাতা প্রাপ্তিতে অন্তর্ভূক্ত হবেন না।
এতে আরো বলা হয়েছে, এই সার্কুলার ৫ মে, ২০২১ পর্যন্ত চলমান লকডাউন সময়কালের জন্য প্রযােজ্য। পরবর্তীতে লকডাউনের সময়কাল বর্ধিত হলে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নির্দেশনার আলােকে তা জানিয়ে দেয়া হবে।