অবসরে গেলেন এনআরবিসি ব্যাংকের এমডি ও সিইও মুখতার হোসেন

অবসরে গেলেন এনআরবিসি ব্যাংকের প্রিয় ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মুখতার হোসেন।
ক্রেডিট এক্সপার্ট হিসেবে খ্যাত মুখতার হোসেন দীর্ঘ ৩৭ বছর তাঁর অভিজ্ঞতা ও কর্ম দক্ষতা দিয়ে ব্যাংকের শীর্ষ পদে থাকা অবস্থায় অবসরে গেলেন। তিনি ১৯৮৪ সালে ন্যাশনাল ব্যাংকে প্রবেশনারী অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। কর্মজীবনে তিনি প্রাইম ব্যাংক লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং এক্সিম ব্যাংক লিমিটেডের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি ২০১৮ সালে এনআরবিসি ব্যাংকে যোগদান করেন।
তাঁর সময়কালে এনআরবিসি ব্যাংক একটি শীর্ষস্থানীয় ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। চতুর্থ প্রজন্মের ব্যাংক হওয়া সত্ত্বেও মহামারি করোনার সময়েও এনআরবিসি ব্যাংক দারুনভাবে এগিয়েছে। তার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন। ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল বলেন, অসাধারণ মানবিক গুণাবলির এই মানুষটির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। আপনি সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন লাভ করুন ।