South east bank ad

ন্যাশনাল ব্যাংকের এমডি ও সিইও হলেন শাহ্ সৈয়দ আব্দুল বারী

 প্রকাশ: ২৮ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

ন্যাশনাল ব্যাংকের এমডি ও সিইও হলেন শাহ্ সৈয়দ আব্দুল বারী

দেশের প্রথম প্রজন্মের বেসরকারি ব্যাংক ন্যাশনাল ব্যাংক লিমিটেড- এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হলেন শাহ্ সৈয়দ আব্দুল বারী। ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত পরিচালনা পর্ষদের ৪৪৫ তম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সোমবার বিকালে ব্যাংকটির চেয়ারপার্সন মনোয়ারা সিকদারের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সভায় ব্যাংকের অন্যান্য পরিচালকবৃন্দ অংশ নেন। জনাব বারী ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদানের পূর্বে ব্যাংকে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ২০১৫ সালে এস ই ভিপি পদে ন্যাশনাল ব্যাংকে যোগদানের পর সফলভাবে দায়িত্ব পালনের জন্য ২০১৬ সালে তাকে ডিএমডি পদে পদোন্নতি দেওয়া হয়।

শাহ্ সৈয়দ আব্দুল বারী ১৯৮৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে সমাজকল্যাণ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ১৯৮৩ সালে আরব বাংলাদেশ ব্যাংকে যোগদানের মাধ্যমে তার ব্যাংকিং পেশা জীবন শুরু করেন এবং তাঁর দীর্ঘ কর্মজীবনে ১২ বছর শাখা ব্যাংকিং এর অভিজ্ঞতা অর্জন করেন। পরবর্তীতে তিনি ন্যাশনাল ব্যাংকসহ, মার্কেন্টাইল ব্যাংক, প্রাইম ব্যাংক এবং আমেরিকান এক্সপ্রেস ব্যাংক লিমিটেড-এ বিভিন্ন গুরত্বপূর্ণ পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। এ ছাড়া জেনারেল ব্যাংকিং ডিভিশন, ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন, কার্ড ডিভিশন, হিউম্যান রিসোর্সেস ডিভিশন, ইন্টার্নাল কন্ট্রোল এন্ড কমপ্লায়েন্স ডিভিশন, সিস্টেম এন্ড অপারেশন ডিভিশন, এগ্রিকালচার ক্রেডিট ডিভিশন, রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন, ল’ এন্ড রিকভারী ডিভিশন, আইটি ডিভিশন, জনসংযোগ বিভাগ, মার্কেটিং ডিভিশন, সিএসআর, ট্রেনিং ইনস্টিটিউট, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট তত্ত্বাবধায়ক ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালনসহ ব্যাংকের ক্যামেলকো হিসেবে এবং চট্টগ্রামের আঞ্চলিক প্রধানের দায়িত্ব পালন করেন।

তাঁর দীর্ঘ ৩৮ বছরের পেশাজীবনের অভিজ্ঞতার আলোকে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংকটি অর্থনীতির বিভিন্ন সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি সুনিশ্চিত করবে বলে পরিচালনা পর্ষদ আশাবাদী। বেসরকারি খাতের প্রথম প্রজন্মের আর্থিক প্রতিষ্ঠান ন্যাশনাল ব্যাংকে বর্তমানে ৪৩ হাজার কোটি টাকার বেশি আমানত রয়েছে। সারা দেশে ২১৩টি শাখার মাধ্যমে দীর্ঘ ৩৯ বছর যাবত সেবা দিয়ে যাচ্ছে ন্যাশনাল ব্যাংক।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: