কমিউনিটি ব্যাংকের দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। গতকাল এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকার পুলিশ হেডকোয়ার্টার্সে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ড. বেনজীর আহমেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন অ্যান্ড অপারেশন্স) ড. মো. মইনুর রহমান চৌধুরী, র্যাবের মহাপরিচালক অ্যাডিশনাল আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিআইজি (হিউম্যান রিসোর্স) আবু হাসান মুহম্মদ তারিক, ডিআইজি (ঢাকা রেঞ্জ) হাবিবুর রহমান, অ্যাডিশনাল ডিআইজি (ডেভেলপমেন্ট রেভিনিউ-১) ড. শোয়েব রিয়াজ আলম, এআইজি (ওয়েলফেয়ার ট্রাস্ট) মো. ফেরদৌস আলী চৌধুরী, স্বতন্ত্র পরিচালক মাসুদ খান, কাজী মশিউর রহমান ও ড. আব্দুল্লাহ আল মাহমুদ এবং কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মসিউল হক চৌধুরী। সভায় ২০২০ সালের ব্যাংকের নিরীক্ষিত প্রতিবেদন, আর্থিক বিবরণী চূড়ান্তকরণসহ ব্যাংকের বিভিন্ন নীতিমালা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় ড. বেনজীর আহমেদ বলেন, কমিউনিটি ব্যাংক শুধু পুলিশের ব্যাংক নয়। কমিউনিটি ব্যাংক সাধারণ জনগণের ব্যাংক।