প্রবাসী কল্যাণ ব্যাংকের নতুন দুটি শাখা চালু

প্রবাসী কল্যাণ ব্যাংকের নতুন দুটি শাখা চালু করা হয়েছে। গতকাল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে অনলাইনে সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ এবং কুমিল্লার গৌরীপুরে এ নতুন শাখা দুটির উদ্বোধন করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।
উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী বলেন, প্রবাসীদের সার্বিক কল্যাণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালে প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। তাই প্রবাসীদের কল্যাণকে প্রাধান্য দিয়ে তাদের সেবা নিশ্চিত করতে হবে। এই ব্যাংকের সেবা পেতে গ্রাহকরা কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হলে তা তাত্ক্ষণিকভাবে ব্যাংকের যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করতে পারবেন।
প্রবাসী কল্যাণ ব্যাংককে আরো শক্তিশালী করার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এ ব্যাংক সব ধরনের সেবা কার্যক্রম অনলাইনের আওতায় আনার উদ্যোগ নেয়া হয়ছে। এ সময় ব্যাংকের কার্যক্রমে সহযোগিতা ও সমন্বয়ের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি অনুরোধ জানান তিনি।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ও প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান ড. আহমেদ মুনিরুছ সালেহীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুহিবুর রহমান মানিক এমপি।