শিরোনাম

South east bank ad

কর্মসংস্থান ব্যাংকের দুই কর্মকর্তার জিএম পদে পদোন্নতি

 প্রকাশ: ০৪ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

কর্মসংস্থান ব্যাংকের দুই কর্মকর্তার জিএম পদে পদোন্নতি

কর্মসংস্থান ব্যাংকের দুই কর্মকর্তা সম্প্রতি মহাব্যবস্থাপক (জিএম) পদে পদোন্নতি পেয়েছেন। তারা হলেন মাহমুদা ইয়াসমীন ও মো. আনিসুজ্জামান। এর আগে তারা একই ব্যাংকের প্রধান কার্যালয়ে ভিন্ন ভিন্ন বিভাগে কর্মরত ছিলেন।

মাহমুদা ইয়াসমীন মহাব্যবস্থাপক পদে পদোন্নতির আগে ব্যাংকের প্রধান কার্যালয়ের শাখা নিয়ন্ত্রণ বিভাগে উপমহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০০০ সালে তিনি প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মসংস্থান ব্যাংকে যোগ দেন। কর্মজীবনে তিনি শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক ব্যবস্থাপক, বিভাগীয় কার্যালয় প্রধান, বোর্ড সেক্রেটারি, কর্মসংস্থান ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ এবং কর্মসংস্থান ব্যাংকের বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেন।

অন্যদিকে আনিসুজ্জামান মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পাওয়ার আগে তিনি একই ব্যাংকের প্রধান কার্যালয়ের সাধারণ সেবা ও প্রকৌশল বিভাগে উপমহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি এএইচ (অনার্স) এবং এমএসসি (এএইচ) ইন পোলট্রি সায়েন্স ডিগ্রি অর্জন করেন তিনি। পরে ১৯৯১ সালে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। ২০০১ সালে প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মসংস্থান ব্যাংকে যোগ দেন।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: