এমটিবি আভা সেবার উদ্বোধন করল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

নারী উদ্যোক্তাদের জন্য বিশেষভাবে নির্মিত ঋণের সমাহার সংবলিত সেবা এমটিবি আভার উদ্বোধন করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)। সম্প্রতি প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সেবার উদ্বোধন করেন এমটিবির এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান। এ সময় রোজিনা আক্তার মুস্তাফি, ডিজিএম, নারী উদ্যোক্তা উন্নয়ন ইউনিট, এসএমই ও স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়া এমটিবির এএমডি ও সিবিও সৈয়দ রফিকুল হক, এএমডি ও চিফ গ্রুপ রিস্ক অফিসার চৌধুরী আখতার আসিফ, হেড অব এসএমই ও রিটেইল ব্যাংকিং ডিভিশন মো. শাফকাত হোসেন এবং হেড অব কমিউনিকেশন্স ডিপার্টমেন্ট আজম খান উপস্থিত ছিলেন।