বঙ্গবন্ধুর জন্মশতবার্র্ষিকীতে সোনালী ব্যাংকের আয়োজনে ১ মিনিট নীরবতা পালন

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সোনালী ব্যাংক লিমিটেড দেশব্যাপী সকল নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ বৃহস্পতিবার র্ভাচুয়ালি সংযুক্ত হয়ে ১ মিনিট নীরবতা পালন করেন। এসময় ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আতাউর রহমান প্রধান র্ভাচুয়ালি সম্পৃক্ত থেকে বক্তব্য প্রদান করেন। অন্যান্যের মধ্যে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরববৃন্দ, জেনারেল ম্যানেজারসহ সারাদেশের ৭৩টি কার্যালয় ও ১২২৭টি শাখার সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।