বুয়েট ক্যাম্পাসে ডাচ্-বাংলা ব্যাংকের ফাস্ট ট্র্যাক উদ্বোধন

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে ডাচ্-বাংলা ব্যাংকের ফাস্ট ট্রাক উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৪ মার্চ) বুয়েটের উপাচার্য প্রফেসর সত্য প্রসাদ মজুমদার এই ফাস্ট ট্রাক উদ্বোধন করেন।
এসময় বুয়েটের উপ-উপাচার্য প্রফেসর ডা. আব্দুল জব্বার খান এবং ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবুল কাশেম মো. শিরিন, বুয়েটের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ডাচ্-বাংলা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই ফাস্ট ট্রাক থেকে বুয়েটের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং ডাচ্-বাংলা ব্যাংকের গ্রাহকরা টাকা তোলা ও জমা দিতে পারবেন। পাশাপাশি অন্যান্য ব্যাংকিং সেবা- যেমন, ব্যাংক অ্যাকাউন্ট ও রকেট অ্যাকাউন্ট খোলা, চেক বই ও এটিএম কার্ড ইস্যু, কার্ড রিপ্লেসমেন্ট, লস্ট কার্ড রিপোর্টং সংক্রান্ত সেবা প্রাপ্তির সহযোগিতা পাবেন।