শিরোনাম

South east bank ad

নারী সহকর্মীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগে সোনালী ব্যাংকের কর্মকর্তা সাময়িক বরখাস্ত

 প্রকাশ: ২২ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

নারী সহকর্মীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগে সোনালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক পদ মর্যাদার এক নির্বাহীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এমন পরিস্থিতিতে পেশাদারী সম্পর্কের বাইরে ব্যক্তিগত অনৈতিক সম্পর্ক স্থাপন না করতে ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারীকে সতর্ক করেছে বৃহৎ এ রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি।

বিষয়টি উল্লেখ করে গত ১৬ মার্চ সোনালী ব্যাংক তাদের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে একটি চিঠি দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনালী ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা উপ মহাব্যবস্থাপক শামীমা নূর।

চিঠিতে বলা হয়েছে, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (সহকারী মহাব্যবস্থাপক) পদ মর্যাদার একজন নির্বাহীর বিরুদ্ধে নারী সহকর্মীর সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন সংক্রান্ত অভিযোগের তদন্ত প্রতিবেদন উপস্থাপন করা হলে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্তৃক সংশ্লিষ্ট নির্বাহীকে সাময়িক বরখাস্তকরাসহ তার বিরুদ্ধে অভিযোগনামা ও অভিযোগ বিবরণী দায়ের করার সিদ্ধান্ত দেওয়া হয়েছে।

এমতাবস্থায়, নারী-পুরুষ নির্বিশেষে সব সহকর্মীর সঙ্গে পেশাদারী সম্পর্কের বাইরে ব্যক্তিগত অনৈতিক সম্পর্ক এড়িয়ে চলার/পরিহার করার জন্য এ ব্যাংকের সব পর্যায়ের নির্বাহী/কর্মকর্তা-কর্মচারীদেরকে কর্তৃপক্ষের নির্দেশক্রমে পরামর্শ দেয়া হলো।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: