শিরোনাম

South east bank ad

এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের আইপিও’র শেয়ার বিওতে

 প্রকাশ: ১৭ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের আইপিও’র শেয়ার বিওতে

শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহ করা এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (এনআরবিসি) প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ মার্চ) সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, মঙ্গলবার (১৬ মার্চ) সিডিবিএলের মাধ্যমে কোম্পানিটির লটারিতে বিজয়ীদের বরাদ্দপ্রাপ্ত শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। আর গত ৩ মার্চ কোম্পানিটির আইপিও লটারির ড্র অনুষ্ঠান সম্পন্ন হয়। এর আগে গত ৩ থেকে ৯ ফেব্রুয়ারি বিনিয়োগকারীরা আইপিও আবেদন গ্রহণ করা হয়।

ফিক্সড প্রাইস পদ্ধতিতে ১২ কোটি সাধারণ শেয়ার ইস্যু করার জন্য আইপিও আবেদন গ্রহণ করে এনআরবিসি ব্যাংক। এতে ১২০ কোটি টাকা সংগ্রহ করেছে ব্যাংকটি। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

এনআরবিসি ব্যাংক তালিকাভুক্ত হলে দেশে তালিকাভুক্ত ব্যাংকের সংখ্যা দাঁড়াবে ৩১টিতে। দীর্ঘ ১২ বছর পর ব্যাংকিং খাতের এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডকে গত ১৮ নভেম্বর আইপিও অনুমোদন দেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

শেয়ারবাজার থেকে সংগ্রহীত অর্থ ব্যাংকটি সরকারি সিকিউরিটিজ ক্রয়, সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ এবং আইপিও খরচ বাবদ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুনঃমূল্যায়ন ছাড়া নিট অ্যাসেটভ্যালু হয়েছে ১৩.৮৬ টাকা। বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৫৫ টাকা।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে যথাক্রমে এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স ইনভেস্টমেন্ট লিমিটেড এবং এএফসি ক্যাপিটাল লিমিটেড।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: