জনতা ব্যাংক ঢাকা দক্ষিণের শাখা ব্যবস্থাপক সম্মেলন

জনতা ব্যাংকের ঢাকা দক্ষিণ অঞ্চলের শাখা ব্যবস্থাপক সম্মেলন সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ। তিনি আমানত সংগ্রহ, শ্রেণিকৃত ঋণ আদায় ও নিয়মিত করাসহ নতুন উদ্যোক্তা ও নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার ভিত্তিতে ঋণ বিতরণসহ ব্যাংকের ব্যবসায়িক প্রবৃদ্ধি বাড়াতে সবাইকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. জসীম উদ্দিন ও মো. আব্দুল জব্বার এবং সিএফও এ কে এম শরীয়ত উল্লাহ। বিভাগীয় কার্যালয় ঢাকা দক্ষিণের মহাব্যবস্থাপক মো. সাইফুল আলমের সভাপতিত্বে সম্মেলনে সংশ্নিষ্ট এরিয়া প্রধান ও শাখা ব্যবস্থাপকরা অংশ নেন।