মেঘনা ব্যাংক ও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি

মেঘনা ব্যাংক এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সম্প্রতি এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে মেঘনা ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেন এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্বে) শেখ রাকিবুল করিম, এফসিএ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন এবং চুক্তিপত্র বিনিময় করেন।
চুক্তির মাধ্যমে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স মেঘনা ব্যাংকের প্লাটিনাম সেভারস অ্যাকাউন্ট, নিরাপদ এফডিআর এবং শ্রেয়সীর গ্রাহকদের ইন্স্যুরেন্স সুবিধা দেবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মেঘনা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আজিজুর রহমান এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।