বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এমটিবির চুক্তি স্বাক্ষর

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) প্রযুক্তি উন্নয়ন তহবিলের আওতায় বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সম্প্রতি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করে। বাণিজ্যিক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এ প্রকল্পের আওতায় মোট নয়টি ব্যাংক ও পাঁচটি আর্থিক প্রতিষ্ঠান (নন-ব্যাংকিং ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান) চুক্তিতে স্বাক্ষর করে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের শহীদুল ইসলাম, নির্বাহী পরিচালক ও খন্দকার মোরশেদ মিল্লাত, মহাব্যবস্থাপক, সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট এবং এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।