ব্যাংক এশিয়ার নারী দিবস উদযাপন

'শত বাধা পেরিয়ে, নারী তুমি এগিয়ে'- স্লোগানকে প্রতিপাদ্য করে আন্তর্জাতিক নারী দিবস ২০২১ উদযাপন করেছে ব্যাংক এশিয়া। সম্প্রতি রাজধানীর ব্যাংক এশিয়া টাওয়ারের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক রোমানা রউফ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পরিচালক (প্রস্তাবিত) তানিয়া নুসরাত জামান। উপস্থিত ছিলেন ভয়েজ ব্রিজের ব্যবস্থাপনা পরিচালক শামীম আরা খানম। ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী, উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং বিভাগীয় ও শাখাপ্রধানসহ অন্যান্য কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।