বেসিক ব্যাংকের ঢাকা কমার্স কলেজ রোড উপশাখা উদ্বোধন

রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেড এর সেবার পরিধি আরো সম্প্রসারনের লক্ষ্যে বুধবার, ১০ মার্চ ২০২১ রাজধানীর মিরপুরে ঢাকা কমার্স কলেজ রোড উপশাখা উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মোঃ রফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক মোঃ রাজীব পারভেজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আহম্মদ হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মহাব্যবস্থাপক হাসান তানভীর, খান ইকবাল হাসান সহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ব্যবসায়ি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়িরা উপস্থিত ছিলেন।