শাহ্জালাল ইসলামী ব্যাংক অলিম্পিক অ্যাসোসিয়েশনকে ৫০ লাখ টাকার স্পন্সর করেছে

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড ‘বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস’ আয়োজনের জন্য বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে (বিওএ) ৫০ লাখ টাকা স্পন্সর দিয়েছে। গতকাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যালয়ে ব্যাংকের ইভিপি ও কোম্পানি সচিব মো. আবুল বাশার বিওএর কোষাধ্যক্ষ কাজী রাজিব উদ্দিন আহমেদ চপলের কাছে স্পন্সরের চেক তুলে দেন। এ সময় বিওএ মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ফখরুদ্দিন হায়দার উপস্থিত ছিলেন।