বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ইস্টার্ন ব্যাংক লিমিটেড এর চুক্তি

এক হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল ব্যবহারে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণমূলক চুক্তি করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)। গ্রাহকদের রপ্তানিমুখী শিল্পের প্রযুক্তিগত উন্নয়ন ও আপগ্রেডেশনে অর্থায়নের জন্য ইবিএল এ তহবিলের অর্থ গ্রহণ করতে পারবে। ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আলী রেজা ইফতেখার এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক খন্দকার মোর্শেদ মিল্লাত চুক্তিতে সই করেন।
এ সময় ডেপুটি গভর্নর আহমেদ জামাল, নির্বাহী পরিচালক মো. শহীদুল ইসলাম, উপপরিচালক আবু রায়হান, ইবিএলের উপব্যবস্থাপনা পরিচালক ও করপোরেট ব্যাংকিং প্রধান আহমেদ শাহীন, ওভারসিজ ব্যাংকিং ইউনিট ও ব্যাংক প্রধান ফজলুল কাদের উপস্থিত ছিলেন।