ওয়ান ব্যাংক লিমিটেড এর গৃহায়ন ভবন উপশাখা চালু

রাজধানীর সেগুনবাগিচায় গৃহায়ন ভবনে মিরপুর শাখার অধীনে একটি উপশাখা চালু করেছে ওয়ান ব্যাংক লিমিটেড। সম্প্রতি গৃহায়ন ভবন উপশাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. দেলওয়ার হায়দার এবং ব্যাংকের এমডি এম ফখরুল আলম।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও অর্থ) মো. শাহজাহান আলী, সদস্য (ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনা) ড. মো. মইনুল হক আনছারী, সদস্য (প্রকৌশল ও সমন্বয়) কাজী ওয়াসিফ আহমেদ এবং ব্যাংকের এএমডি মো. মনজুর মফিজ উপস্থিত ছিলেন।