শিরোনাম

South east bank ad

মৌচাকে ঢাকা ব্যাংকের উপশাখা চালু

 প্রকাশ: ০৩ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

মৌচাকে ঢাকা ব্যাংকের উপশাখা চালু

ঢাকার মৌচাকে একটি উপশাখা চালু করেছে ঢাকা ব্যাংক লিমিটেড। সম্প্রতি ব্যাংকের এমডি ও সিইও এমরানুল হক মৌচাক উপশাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় ব্যাংকের এএমডি মোহাম্মদ আবু জাফর, ঢাকা ব্যাংক ফাউন্ডেশনের সিইও আরহাম মাসুদুল হক, এসভিপি এবং কারেন্ট চার্জ (রিটেইল বিজনেস ডিভিশন) এইচএম মোস্তাফিজুর রহমান, জেনারেল সার্ভিস ডিভিশনের ভিপি ও ইনচার্জ মো. আলতামাস নির্ঝর এবং এফভিপি ও শাহজাহানপুর শাখার ম্যানেজার মো. আশিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: