শিরোনাম

South east bank ad

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এর আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জন

 প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এর আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জন

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বেসরকারি বাণিজ্যিক ব্যাংক (ইসলামিক অপারেশন) ক্যাটাগরিতে ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড ২০১৯-এর ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে।

২৫ ফেব্রুয়ারি রাজধানীর হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী জনাব টিপু মুনশি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব কাজী ওসমান আলীর হাতে এ পুরস্কার তুলে দেন।

এছাড়া বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক জনাব শিবলি রুবাইয়াতুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দিন, সাউথ এশিয়ান ফেডারেশন অফ অ্যাকাউন্ট্যান্টস (সাফা)-এর সভাপতি জনাব এ কে এম দেলোয়ার হোসেন, এফসিএমএ ও আইসিএমএবি’র সভাপতি জনাব মো. জসিম উদ্দিন আকন্দ, এফসিএমএ এবং আইসিএমএবি কর্পোরেট অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান জনাব মো. আব্দুল আজিজ, এফসিএমএসহ বিভিন্ন ব্যাংক, আর্থিক ও কর্পোরেট প্রতিষ্ঠানের পরিচালক, প্রধান নির্বাহী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: