ইউসিবি আনল অত্যাধুনিক প্রযুক্তির স্মার্ট টেলার মেশিন

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) সম্প্রতি বাংলাদেশে প্রথমবারের মতো অত্যাধুনিক প্রযুক্তির স্মার্ট টেলার মেশিন বা এসটিএম উদ্বোধন করেছে। এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন ইউসিবির এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি। আরো উপস্থিত ছিলেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত জামিল, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী, উপব্যবস্থাপনা পরিচালক এন মুস্তাফা তারেক, মো. আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান প্রমুখ।