এফএসআইবিএলের উপদেষ্টা মাহবুব উল আলমের ডক্টরেট ডিগ্রি অর্জন

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের উপদেষ্টা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সদ্য সাবেক ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম সম্প্রতি ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ব্যাংকিং বিষয়ে প্রফেশনাল ডক্টরাল সার্টিফিকেট ডিগ্রি অর্জন করেছেন।
তিনি ১৯৮০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে স্নাতক ও ১৯৮২ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি আমেরিকান মার্কেটিং অ্যাসোসিয়েশনের (এএমএ) ফেলো মেম্বার। ৩৭ বছরের বর্ণাঢ্য কর্মজীবনে তিনি ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি), প্যারিসের এফআইটি গ্র্যাজুয়েশন অর্জনসহ আইসিসি বাংলাদেশের ব্যাংকিং টেকনিক অ্যান্ড প্র্যাকটিস কমিটির সদস্যপদ লাভ করেন। তিনি দীর্ঘদিন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য ও ট্রেজারারের দায়িত্ব পালন করেন। দেশের ব্যাংকারদের প্রফেশনাল ইনস্টিটিউট বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) নির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।